ক্রিকেটে সাধারণত সেরা খেলোয়াড়দের অর্থ বা বড় কোনো টুর্নামেন্ট হলে গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় লিগগুলোতে বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়ারও চল রয়েছে। তবে পুরস্কার হিসেবে জমি দেয়ার রীতি নতুন বটে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে কানাডাতে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আধা একর জমি।
রোববার (৬ আগস্ট) কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ফাইনালে সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মন্ট্রিয়েল। ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ক্যারিবীয় খেলোয়াড় রাদারফোর্ড।
আর এই ভূমিকা রাখার পুরস্কার হিসেবে সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ অনেক অ্যাওয়ার্ড জিতেছেন মন্ট্রিয়েলের ক্যারিবিয়ান এই ক্রিকেটার। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আধা একর জমি।
ফাইনালের লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে সারের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। রানতাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মন্ট্রিয়েল। ওই টালমাটাল অবস্থায় দলের হাল ধরেন শেরফেইন রাদারফোর্ড। তার দায়িত্বশীল ৩৮ রান মন্ট্রিয়েলের জয়ের ভিত গড়ে দেয়।
যদিও ম্যাচের শেষটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদেই জয় পায় মন্ট্রিয়েল। শেষ বলে দরকার ছিল ১ রান। তবে রাসেল শেষ করেছেন নিজের মতো করেই। ছয় মেরেই নিশ্চিত করলেন মন্ট্রিয়েল টাইগার্সের শিরোপা।