২০২৩ এর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের জন্য সবার আগে দল ঘোষণা করেছে আসরটির পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে বেশকিছু চমক রেখেছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।
দলে নতুন মুখ হিসেবে আছেন অ্যারন হার্ডি, তানভীর সাংহা ও নাথান এলিস। তবে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ান দলের পরিচিত মুখ মার্নাস লাবুশেন। সোমবার (৭ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে দেশটি।
প্রাথমিক এই ১৮ সদস্যের দল নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ভারতে এসে বিশ্বকাপের ঠিক আগে খেলবে আরও তিন ম্যাচের ওয়ানডে। ওই দুই সিরিজ দেখে ১৫ জনের দল চূড়ান্ত করবে অজিরা। অবশ্য প্রাথমিক দলে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে দক্ষিণ আফ্রিকা সফরে পাবে না অস্ট্রেলিয়া। পারিবারিক কারণে ছুটিতে থাকবেন ওই সময় তিনি। অন্যদিকে কব্জির ইনজুরিতে থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়ার আশা অস্ট্রেলিয়ার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘প্যাটের ইনজুরি আছে। ছয় সপ্তাহ আমরা তাকে বিশ্রাম দিয়েছি। আশা করছি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে সে যুক্ত হবে। বিশ্বকাপের আগে আমরা তাকে বিশ্রামে রাখতে চাই। আশা করছি, বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলে সে প্রস্তুতিও সম্পন্ন করতে পারবে।’
আইসিসি ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোকে প্রাথমিক দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে। আইসিসির অনুমতি ছাড়া বোর্ডগুলো ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় ঘোষিত ওই দলে পরিবর্তন আনতে পারবে। এরপর শুরু হবে টেকিনিক্যাল পিরিয়ড, তখন দলে পরিবর্তন আনতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে।
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংগলিস, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।