Search

বেনজেমার পেনাল্টি মিসে ইত্তিহাদের বিদায়

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে স্বদেশি ক্লাব আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বাদ পড়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। প্রথম তিন ম্যাচেই গোল করা ফরাসি স্ট্রাইকার আল হিলালের সঙ্গে পেনাল্টি মিস করেন।

শনিবার (৫ আগস্ট) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে আল হিলালের মুখোমুখি হয় করিম বেনজেমার আল ইত্তিহাদ। ফরাসি তারকা বেনজেমার পেনাল্টি মিসের দিনে ৩-১ গোলে হেরে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ বিদায় নিয়েছে আল ইত্তিহাদ।

রিয়াদে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। মিলিনকোভিচ-সেভিচ গোল করে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটের মাথায় পেনাল্টি থেকে সৌদির স্ট্রাইকার সালিম আল-দাসরি ২-০ গোলে এগিয়ে নেন আল হিলালকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করে বেনজেমা-কন্তের আল ইত্তিহাদ। ম্যাচের ৫৬ মিনিটে আল ইত্তিহাদের হয়ে গোল করে রোমারিনিও। কিন্তু ৭০ মিনিটে আবারও আল হিলাল এগিয়ে যায়। এবার হেডে গোল করেন ব্রাজিলিয়ান মালকম। তবে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ইত্তিহাদের সামনে। কিন্তু ৭৯ মিনিটের সময় পেনাল্টি মিস করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। ফলে কোয়ার্টার থেকে বিদায় নিশ্চিত হয় কন্তে-জোটা-বেনজেমার আল ইত্তিহাদের।

সেমিফাইনালে আল হিলাল মুখোমুখি হবে আল-শাবাব ও আল ওয়াদার মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত